¡Sorpréndeme!

হবিগঞ্জে ১৪৪০ জন দম্পতির জন্য একজন কর্মী || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

হবিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগে গড়ে প্রতি ১ হাজার ৪৪০ দম্পতির জন্য একজন মাঠ কর্মী দায়িত্ব পালন করছেন। ফলে ঠিকমতো গর্ভবতী নারীদের দেখভাল করা যাচ্ছে না। আবার পরিবার পরিকল্পনা সেবায় তেমন অর্জন সম্ভব হচ্ছে না। তবে দম্পতিদের মধ্যে আগ্রহের কমতি নেই।

সরেজমিনে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন ঘুরে জানা গেছে, এখানে মোট ২১টি গ্রাম রয়েছে। তিনটি ভাগে বিভক্ত করে তিনজন মাঠ কর্মী এখানে দায়িত্ব পালন করার কথা। কিন্তু আছেন দুইজন। তারা ১১টি গ্রামে কাজ করছেন। আর বাকি ১০টি গ্রামের জন্য যে মাঠ কর্মী ছিলেন তিনি বদলি হওয়ায় পদটি খালি রয়েছে দীর্ঘদিন ধরে। এখানে তেমন কোনো কাজ হচ্ছে না। এ ইউনিয়নে জন্মদানে সক্ষম মোট ৩ হাজার ৮৬৩ জন দম্পতিকে শনাক্ত করা হয়েছে। যদিও এর বাইরে রয়ে গেছেন অনেকেই। যার সঠিক পরিসংখ্যান কর্তৃপক্ষের কাছে নেই। এখানে দম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনা গ্রহণে বেশ আগ্রহও আছে। কিন্তু মাঠ পর্যায়ে লোকবল সংকট ও সঠিক তদারকির অভাবে তারা সেবা বঞ্চিত হচ্ছেন। গর্ভবতীরাও সঠিক পাচ্ছেন না।

নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2Yh0EfT